নারী যত্ন না পেয়ে পাথর হয়ে যায়, পুরুষ তখন নারীকে দোষ দেয়, ভাবে নারীই বদলাইছে।
অথচ সত্যিটা বড়ই তিক্ত যে নারীকে প্রতিদিন অবহেলায় ভাঙা হয়েছে, তার ভেতরের কোমলতা নিভিয়ে ফেলা হয়েছে, সেই পুরুষই তো আসল দায়ী।
ভালোবাসা শুধু মুখের বুলি না, ভালোবাসা মানে যত্ন মানে পাশে থাকা, মানে ছোট ছোট কেয়ার।
নারী যত্ন না পেয়ে হাসির আলো নিভে যায়, বুকের ভেতর জমে যায় হাজারো অপ্রকাশিত কষ্ট। আর তখনই পুরুষ দেখে নারী বদলাইছে!
কিন্তু আসলে নারী বদলায় না, বদলায় তার প্রতি আচরণ, বদলায় তার প্রতি যত্নের মাপ। ভালোবাসা যত্নহীন হলে শুকায়, যত্নে ভরলে ফুলের মতো ফোটে।
তাই দোষারোপ করার আগে মনে রাখা দরকার নারী কোনোদিন অকারণে বদলায় না, তাকে বদলাতে বাধ্য করে অবহেলা আর অযত্নই!!